গ্রেট মাইগ্রেশন, কেনিয়া

জীব রাজ্যে বড় কোন মাইগ্রেশন বা দেশান্তর বলতে যা বোঝায় বর্তমান সময়ে তার নিদর্শন দেখতে চাইলে আফ্রিকার কেনিয়া দেশটাতে চলে যেতে হবে। অতীতে পৃথিবীর অনেক জায়গাতে প্রানিদের মাঝে এমন কি মানুষের মাঝেও খাবারের খোঁজে, হিংস্র প্রানিকুল থেকে নিজেকে রক্ষার তাগিদে বা প্রতিকুল আবহাওয়া বা পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে এ ধরনের দেশান্তর দেখা গেলেও বর্তমান সময়ে এ ধরনের বড় দেশান্তর বা মাইগ্রেশন আর কোথাও হয় না। বিজ্ঞানীরাও সন্দিহান আরও কয় বছর আফ্রিকার এ মাইগ্রেশন টিকে থাকবে। তাই জীব রাজ্যের অদ্ভুত এই দেশান্তরের নিদর্শন সচক্ষে যদি উপভোগ করতে চাই, তাহলে মার্চের শেষের দিকে অরথাত এপ্রিলের শুরুর দিকে কেনিয়া ঘুরে আসতে হবে আফ্রিকার এই অপার সৌন্দর্য উপভোগের জন্য।