মহাবীর

আমি রণক্ষেত্রের মহাবীর,
আমি ভুলন্ঠিত করি তাহাকে যাহার উচিবে শির
আমি নজরুলেরই বিদ্রোহী, তাঁর কাঙ্খিত কান্ডারী
আমি শুনাতে এসেছি সবাইকে সেই সাবধানী হুঁশিয়ারী
আমি ঝঞ্ঝার বেশে
আরোহন কও অেশ্বেও শেষে
ছুটে যাই সদা সন্মুখ
আমি উন্মুখ।
আমি তরবারিরও ঝংকারে
নিজ মনের অহংকারে
উŽচ করে শির,
যেথায় যত পিশাচ আছে বিদ্ধ করি তীর।
আমি মহাভয়
আমি দুর্জয়।
আমি হই না রণক্লান-,
না হই কখনো শ্রান্ত
আমি ভেঙে করি শেষ
দূর করে ক্লেশ
যত সব ভুল ভ্রান্ত।

Leave a Reply