সমুদ্রতীরে সন্ধ্যা

সারাদিন চঞ্চলতা। উজ্জ্বল আলো ছড়ানো সোনালী পোশাক পরে শুধু হুটোহুটি, ছুটোছুটি। যেন কোন কিছুতেই ক্লান- হবে না সে। কিন্তু যখন দুরন-পনার জন্য বকুনি খেল, তখন গাল ফুলানো অভিমানিনীর অভিমান দেখে কে? বকুনির চোটে আদুরে মেয়ের গাল দুটো লজ্জার লাল আভায় জড়িয়ে যায়। এতক্ষণে শান- হল সে। গোমরা মুখে লাল টুকটুকে গাল দুটো নিয়ে স্থির চিত্তে বসে থাকে সে। তার চঞ্চলতা যেন চিরনীরবতায় পরিনত হল। সে তার কপালের লাল টিপটিও আর রাখতে চায় না। তার চোখের কোন দুটো চিকচিক করে ওঠে। তার লাল আভায় জড়ানো ছোট দুটো গাল বেয়ে ঝড়ে পড়ে চোখের নীল পানি। মনে হয় যেন সেই নীল পানির বুকে এখনই ডুব দেবে তার গোল লাল টিপটি। একটু পরে হলও তাই। সেই পানিতে টুপ করে পড়ে যায় তার সাধের টিপটি। কান্নার আবেগে মুখ ঢাকে সে। সোনালী জামা না পড়া পর্যন- হাত দুটো তার মুখটিকে অন্ধকারেই ঢেকে রাখে।

Leave a Reply