Category: যখন আমি পর্যটক

গ্রেট মাইগ্রেশন, কেনিয়া

জীব রাজ্যে বড় কোন মাইগ্রেশন বা দেশান্তর বলতে যা বোঝায় বর্তমান সময়ে তার নিদর্শন দেখতে চাইলে আফ্রিকার কেনিয়া দেশটাতে চলে যেতে হবে। অতীতে পৃথিবীর অনেক জায়গাতে প্রানিদের মাঝে এমন কি মানুষের মাঝেও খাবারের খোঁজে, হিংস্র প্রানিকুল থেকে নিজেকে রক্ষার তাগিদে বা প্রতিকুল আবহাওয়া বা পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে এ ধরনের দেশান্তর দেখা গেলেও বর্তমান সময়ে এ ধরনের বড় দেশান্তর বা মাইগ্রেশন আর কোথাও হয় না। বিজ্ঞানীরাও সন্দিহান আরও কয় বছর আফ্রিকার এ মাইগ্রেশন টিকে থাকবে। তাই জীব রাজ্যের অদ্ভুত এই দেশান্তরের নিদর্শন সচক্ষে যদি উপভোগ করতে চাই, তাহলে মার্চের শেষের দিকে অরথাত এপ্রিলের শুরুর দিকে কেনিয়া ঘুরে আসতে হবে আফ্রিকার এই অপার সৌন্দর্য উপভোগের জন্য।

এন্টিগুয়া, ওয়েস্ট ইন্ডিজ

এন্টিগুয়া দ্বিপটি ওয়েস্ট ইন্ডিজ দেশটির একটা অসাধারণ টুরিস্ট স্পট। এর অনেক আকর্ষণীয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জলি বিচ আর জলি পোতাশ্রয় বা জাহাজ বন্দর। এন্টিগুয়ার একেবারে দক্ষিণ – পশ্চিম দিকে অবস্থিত বোল্যান্ডস অঞ্চলটিকে ঘিরেই গড়ে উঠেছে এই দীপের বিশাল পর্যটন বাণিজ্য। পর্যটকদের জন্য বেশ কতগুলো রিসোর্ট রয়েছে এখানে যার মাঝে জলি বিচ রিসোর্ট উল্লেখ করার মত। এন্টিগুয়া সম্পর্কে বলতে গেলে বারবুডা নামের আর একটি দ্বীপ সম্পর্কেও বলতে হয়। বোলান্স এবং বারবুডা এ দুটো যমজ দ্বীপ দুটো ক্যরাবিয়ান ও আটলান্টিক এ দুটো সাগরের মধ্য অবস্থিত।

জলি বিচ

জলি জাহাজ বন্দর

উপরের ছবিটি বোল্যান্ডস এর জলি বিচের একটি দৃশ্য। আর নিচের দৃশ্যটি জলি জাহাজ পোর্টের।

নিচের ছবিটি জলি জাহাজ বন্দরের কাছাকাছি গ্লফ কোর্টের ছবি।

বোল্যান্ডস জাহাজ বন্দরের কাছাকাছি গ্লফ কোর্টের ছবি