গাজী সালাউদ্দিন

ঐ আসছে ধলি ঝড়
ঘোড়ার খুরের দাবানল
দেখ চেয়ে দেখ জেরুজালেমের পথে,
বিশ্ববিজয়ী বীরের দল
কেউ ঘোড়ায়, কেউ রথে।
যারা ফিরছে জয় করে
কান্দাহার কাবুল,
যাদের পায়ের নিচে
কনস্টান্টিনোপল হয়েছে ইস্তাম্বুল।
যারা করল জয়
কাইজারের বাইজান্টাইন
আর খসরুর ইরান,
যারা রোপল জ্ঞানের শিকড়,
গড়ল বাগদাদ, দামেস্ক, বসরা
যা ছিল বিরাণ।
যাদের দেখে প্রতাপশালী
রোম কাঁপে থরথর,
ঐ আসছে মরু বীর
গেল গেল বুঝি ভেঙে
বড় বেশি নড়বড়।
তাঁদের উত্তরসূরি একজন
সেই ভূবন শ্রেষ্ঠ বীর,
ভিত নাড়াতে আসছে
এবার প্রাচ্যের শিবির।
গাজী সালাউদ্দিন,
তুমি বিপ্লবীদের কাণ্ডারী
ফ্রাঙ্ক আর ব্রিটন্‌সদের
তুমি শুনালে হুঁশিয়ারী।
ধরলে জেরুজালেম বাজী
সালাউদ্দিন, বীর গাজী।
জেরুজালেম আসল
শধু তোমারই পদতলে,
চেয়ে দেখে ইউরোপ
উড়ছে প্রাচ্যের পতাকা
আকাশে, বাতাসে; জলে, স্থলে।
গাজী সালাউদ্দিন
শুধব কিভাবে ঋণ
চেয়ে দেখ আজ তোমার শক্তি
কিভাবে হচ্ছেক্ষীণ।

আজও প্রাচ্যের আকাশ
কাঁদে শিশুর মত,
কোনদিন শুকাবে না
তোমাকে হারাবার ক্ষত।
সালাউদ্দিন, তুমি আবার এস
ঘোড়ার উপরে সেই গর্বিত শির
প্রস্তুত অভুক্ত, কৃষাঙ্গ
আর শোষিতদের শিবির।
খোলা তলোয়ার নিয়ে ছুটে এস
মুক্ত কর মোদের, ভাঙ জিঞ্জির
পৃথিবীর কনে যে দামেশ্‌ক
তার তুমি বীর।
নও তুমি সুলতান, নও তুমি সম্রাট
তুমি শুধু ছিলে সারাসিন্‌দের নেতা
লক্ষ্য ছিল তোমার জেরুজালেম,
নয় বিশ্ব বা ক্ষমতা জেতা।
সভ্যতার রূপকার তুমি
আল-আকসার বীর সেপাই,
বর্বরদের সাথে করেছ বিপ্লব
দাওনি রেহাই।
আজ কাঁদে শোষিতদের দল
কাঁদে দূর্বল, শুধু চোখে জল।
আজ কাঁদে বিশ্ব
কি করুণ, কি অসহ্য এই দৃশ্য
আজ কাঁদে ফিলিস্তীন,
তুমি কোথায়! তুমি কোথায়!!
গাজী সালাউদ্দিন।