যদি এমন নাই বা হল

এমন হত যদি; ধর, আমি হঠাৎ করে হলাম একটি নদী। যদি হতাম নদী, আমি হতাম তবে ঝরনা; ঝরনা যদি হতাম আমি, হতাম নীল বর্ণা। নীল যদি হতাম আমি, হতাম তবে আকাশ; সারাদিন আমি তবে, খেতাম ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস খেতাম যদি, হতাম তবে ঠান্ডা; ঠান্ডা হলে গরম হতাম মাথায় মেরে ডান্ডা। ডান্ডা মারায় ফাটত মাথা, ফাটা মাথায় বাড়ত ব্যাথা, লাভ বল কি বাড়িয়ে কথা, ওসব চিন-া রাখ যথা। এর চেয়ে বলি- আছি বেশ, আমার কথা হল শেষ।

Leave a Reply