Category: when I am romantic :P

অপার্থিব আলো

প্রজাপতির মত সুন্দর আর সিফাত রঙের আলো;
জাফরানের মৌ মৌ ঘ্রানে… কেমন যেন লাগছে ভালো।

প্রজাপতির মত সুন্দর? তাই বুঝি? অত সুন্দর পাখা?
তা আর বলছি কি! কিছু নয় তোমার দামি চুরি শাঁখা।

বেলি নয়, গোলাপ নয়; হঠাৎ জাফরান?
তাই তো বলছি,
বেলি, গোলাপ ছাড়িয়ে গেছে,
সুবাস ভরা আমার প্রান।

ঘ্রান, ফুল, প্রজাপতি; সবই হল বুঝে সারা,
শুধু ওই সিফাত রঙের আলো ছাড়া
ও আবার কেমন আলো?
বই প্ত্র ঢের ঘেঁটেছি, পাইনি ভালো।

ও কেমন রঙের আলো? রং দেখেছি হৃদয় চোখে
নরম আলোর ছোঁয়া শধু এই প্রান যে বোঝে

পাইনি কোথাও খুজে; অনেক আভিধান।
নামটা তাই আমার দেয়া, অনুভবে প্রান।

তোমার জন্য নয়

ফাল্গুনের এই শুভ্র দিনে তোমায় মনে পড়ে,
রঙ বেরঙের ফুল গুলো তাই বসন্ত নাম ধরে।
সিন্ধু গেলেও, তুমি আমার থাকবে বুকের মাঝে।
মন যে আমার থাকবে পড়ে তোমার পাশে কাছে।
তারা ভরা নীল আকাশ আর স্বপ্ন দেখে দেখে,
রাত কেটে যায় তোমায় আদর ভালোবাসা মেখে।
নতুন নতুন স্বপ্ন দেখি চাই যে কিনে দিতে;
নুপুর, রূপো, সোনা, চুরি আরও কত কিজে!
মন মানে না তোমায় ছাড়া আর লাগে না ভালো,
তিরতিরিয়ে বইছে নদি, কাটছে দিনের আলো।
য়ালো আছে অন্তরে তাই; শুরু অন্তস্থিয় আ তে,
সারা হৃদয় জুরে তুমি, থাকব তোমার সাথে।

Just a poem

Flower in the garden,
And light on the leaf.
Rare to find,
Souls with belief.
I love her with,
My all of those adore;
The flower, the garden,
And the light that lights the core.
Rain comes down,
And rolls down to shore.
Neil is neither vast,
Nor anything you can cast.
Under the great void and open sky,
My love’s so great, you can’t deny.